Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নাশকতা চেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ মে) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েল জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার মৃত আফিস উদ্দিনের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
 বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সে নাশকতা মামলার এজাহারনামীয় ২৫ নম্বর আসামী।
 উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার হয়েছে। ##
Exit mobile version