1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি:;

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সৈয়দ পুর ইউনিয়ন পরিষদে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক একটি কর্মশালা

গতকাল মঙ্গলবার  দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন পরিষদেরর হলরুমে কর্মশালাটি পরিচালিত হয়। জগন্নাথপুর উপজেলা সৈয়দ পুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া সভাপতিত্বে ও প্রকল্পের জগন্নাথপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী। পরিচালনায় অনুষ্ঠানে পরিচালনায় হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো- অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম । অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সৈয়দপুর ইউপি সচিব ফারুক আহমেদ, ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ আলাউর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য, মোঃ সুহেল আহমেদ,, আকিক মিয়া, হাফিজুল ইসলাম চায়মন, মোঃ লাকু মিয়া, সৈয়দা শিউলী আক্তার, জগন্নাথপুর উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সম্মানিত সহ সভাপতি ফজর আলী, সাধারণ সম্পাদক( সাংবাদিক) গোবিন্দ দেব, সদস্য হাজেরা বেগম, ইয়াসমিনা বেগম, এছাড়াও, সহ স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রকল্পটির সহযোগিতা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক। ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামক এই প্রকল্পটি বিদেশ ফেরত অভিবাসীদের পুনরায় সমাজে একত্রিত করার লক্ষ্যে কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com