1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২১ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক  এক নেতা কে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার  (৪ নভেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে গতকাল রোববার বিকেলে তাকে জগন্নাথপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রলীগ নেতার নাম শহিদুল ইসলাম (৩০) । তিনি রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন॥ সে ওই ইউনিয়নের ইছগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা মামলার অজ্ঞাত আসামী হিসেবে শহিদুলকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত. গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com