Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নিষিদ্ধ বিদেশী বিড়ি-সিগারেটসহ গ্রেপ্তার-১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুণকোনা গ্রাম থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশী বিড়ি ও সিগারেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ এর একটি দল।
গতকাল বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সৈয়দ আলী (৪২)। তিনি সৈয়দপুর আগুনকোনা গ্রামের মৃত সৈয়দ আয়াজ আলীর ছেলে।
গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল ওই গ্রামের সৈয়দ হাসনুর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার ৬০০ পিস সিগারেট ও ৩ লাখ ৩৬ হাজার ৫শত ৫০ পিস বিড়ির শলাকা জব্দ করে র‌্যাব। এসময় সৈয়দ আলীকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিত টের পেয়ে সৈয়দ হাসনুর পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে রাতে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাকৃত ব্যক্তিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version