Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নৌকার পক্ষের প্রচারণায় তৃর্ণমূল নেতাকর্মীদের সঙ্গে উপজেলা আ,লীগের সভা

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার দুপুরে দলীয় কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক সুজিত রায়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খাঁ, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াস মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জমশেদ আলী, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী আলাউদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু কয়েছ ইসরাইল, পাইলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা হীরা মোহন দেব, শুকুর আলী, মামুন আহমদ, ইউনুস আলী, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তাজউদ্দিন আহমদ লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচণে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সরকারের ধারাবারিক উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ভোট চাওয়ার জন্য মাঠে কাজ করার আহবান জানানো হয়। এছাড়াও প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নৌকার পক্ষে প্রচারনায় মাঠে নামবে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version