Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পবিত্র ঈদুল ফিতর ও রথ যাত্রার জন্য ২৩৯ স্বেচ্ছাসেবক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:; মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন ধর্মীয় উৎসব রথ যাত্রা উৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারী নির্দেশনা অনুযায়ী জগন্নাথপুর উপজেলায় ২৩৯টি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে জগন্নাথপুরে রথযাত্রা উপলক্ষে তিনটি স্বেচ্ছাসেবক কমিটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি ঈদ জামাতের জন্য একটি করে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভায় ৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।প্রতিটি ঈদ জামাতের জন্য একটি করে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়।কলকলিয়া ইউনিয়নে ৩৫টি পাটলী ইউনিয়নে ১৮টি মীরপুর ইউনিয়নে ১৭টি,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ১১টি,রানীগঞ্জ ইউনিয়নে ২৫টি,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ১৮টি আশারকান্দি ইউনিয়নে৩৮টি ও পাইলগাঁও ইউনিয়নে ৩৮টি ঈদ জামাতের জন্য ১০ সদস্য বিশিষ্ট মোট ২৩৯টি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পবিত্র ঈদুল ফিতর ও হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব যথাযথভাবে পালন করতে প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে জগন্নাথপুরের প্রতিটি ইউনিয়নে ঈদ জামাতের জন্য ও রথযাত্রার জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়।

Exit mobile version