Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশো বর্তমান সরকার জনকল্যাণ কে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। জনকল্যাণমুখী প্রকল্প পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করেন। তিনি বলেন এ সরকারের শাসনামলে মানুষের আয়ের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কমেছে দারিদ্রতার হার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সার্বিকভাবে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। সরকারের পাশাপাশি আমাদের প্রবাসিরা উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছেন।
তাদের এই অবদান অনস্বীকার্য।
আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রবাসীদের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যায়ে হিমঘরের উদ্ধোধনকালে 
তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। জগন্নাথপুর উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য শাখার সভাপতি তাহের কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উন্নয়ন সংস্থার সিনিয়র সদস্য মীরপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, উন্নয়ন সংস্থার ট্রেজারার তছকির মিয়া, অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ প্রমুখ। এ সময় সুনামগঞ্জ সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউন করিম রিজু, উপজেলা স্বাস্হ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনহার মিয়া, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শংকর রায়,  উন্নয়ন সংস্থা ইউ-কের আশিকুল ইসলাম টেক্কা, তাজউদ্দিন তাজ,  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসন ভুঁইয়া, পৌর কাউন্সিলার শফিকুল ইসলাম, আবাব মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যস্হ জগন্নাথপুর উন্নয়ন সংস্থার অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে  হিমঘরের যন্ত্রপাতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী ছালিক ছোবহাম এর অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে হিমঘর তৈরি করে দেন।
Exit mobile version