Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: পরিকল্পিত পরিবার গড়ি-মাতৃমৃত্যু রোধ করি’ শ্লোগানে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিলনায়তনে গতকাল বুধবার এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামস উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব প্রমুখ। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক জানান,পরিকল্পিত পরিবার ও মাতৃমৃত্যু রোধ করতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পালন করা হবে। সপ্তাহব্যাপী উপজেলার স্থায়ী পদ্ধতি গ্রহণ করানোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্রেক্সের পাশাপাশি রানীগঞ্জ ও পাটলী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে- পুরুষ ও মহিলাদের স্থায়ী পদ্ধতি গ্রহণের পদক্ষেপ নেয়া হয়েছে।
এছাড়াও সেবা সপ্তাহ সুন্দর- সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য ইউনিয়ন পর্যায়ে দর্শনীয় স্থানে বিশেষ ব্যানার, পোস্টার, লিফলেট ও অন্যান্য প্রচার সামগ্রী সেবা কেন্দ্রে বিতরণ, প্রদর্শন ও প্রচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

Exit mobile version