বিশেষ প্রতিনিধি::
ঈদের দিনে দর্শানার্থীদের ঢল নেমেছে প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ সেতুতে।
আজ শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, কুশিয়ার নদীর ওপর নির্মিত সিলেটে বিভাগের মধ্যে সবচেয়ে বড় এ সেতুর প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে তরুণ-তরুণী-শিশু-কি
দর্শনার্থীরা জানান, প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় সিংহভাগ মানুষ যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। বাংলাদেশ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু জগন্নাথপুরে সরকারী কিংবা বেসকারীভাবে আজ অবধি কোন পর্যটন কেন্দ্র গড়ে উঠেনি। অবকাশ কালিন সময় কাটানো কিংবা বিনোদনের জন্য রানীগঞ্জ সেতুই যেন দর্শানার্থীদের দৃষ্টি কাড়ছে।
সেতুতে ঘুরতে আসা মিনহাজ আহমদ জানালেন, ঈদ উদযাপন করতে আমরা কয়েকজন বন্ধু এখানে ঘুরতে এসেছি। ভালোই লাগছে। তবে আরো ভালো লাগতো যদি সেতু কোন পর্যটনকেন্দ্র গড়ে উঠতো।
তাঁর সঙ্গে থাকা জামান উদ্দিন জানান, জগন্নাথপুরে কোনধরণের পর্যটন কেন্দ্র না থাকায় রানীগঞ্জ সেতুটি যেন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।
শিক্ষিকা আরজিনা খানম জানালেন, ঈদ নামে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই উৎসবে শামিল হতে পরিবার পরিজন নিয়ে বেরাতে এসেছি। জগন্নাথপুরের মানুষ বিনোদনমুখী। কিন্তু সরকারী বা বেসরকারীভাবে কোন পর্যটন কেন্দ্র নির্মিত হয়নি। রানীগঞ্জ সেতু দর্শানার্থীর আকৃষ্ট করছে। ঈদের আমেজে মানুষের ঢল নেমেছে।
রামীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, রানীগঞ্জ সেতু বিনোদনের যেন একমাত্র ভরসা উঠে উঠেছে। সেতু নির্মাণের পর থেকেই অবকাশ কালিন সময় কাটাতে জগন্নাথপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের ভীড় হচ্ছে। তবে ঈদের উৎসবে সেতু এলাকায় যেন তিল ধারণের ঠাঁই নেই।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রানীগঞ্জ সেতু মানুষের ঢল নেমেছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ টহল দিচ্ছে সেতু এলাকায়।
প্রসঙ্গত, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে দেড়শ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জ সেতু নির্মিত হয়েছে। এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণের। ২০১৬ সালের আগস্ট মাসে কার্যাদেশ প্রদানের ২০১৭ সালের ১৪ জানুয়ারি দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ যৌথভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএম মান্নান এমপি। সেই থেকে স্বপ্নদেখা শুরু সুনামগঞ্জবাসীর। গত বছরের ৭ নভেম্বর রানীগঞ্জ সেতু আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এরপর থেকে স্বপ্নের রানীগঞ্জ সেতু যাত্রা শুরু হয়।