Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পুলিশের বাসায় চুরি, জনগনের নিরাপত্তা দিবে কে ?

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থানার এস.আই মিজানুর রহমানের বাসায় রোববার রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরোরা রাতে ঘরে ঢুকে ল্যাপটপ,মুঠোফোন,নগদটাকা, কাপড়চোপড়সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় এস.আই মিজানুর রহমান পরিবারের লোকজনকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। উপজেলা পরিষদ রোডের মতো নিরাপদস্থানে পুলিশের এস.আই মিজানের বাসায় চুরির ঘটনায় নাগরিকরা হতবম্ব হয়ে পড়েছেন। একজন নাগরিকতো মন্তব্য করে এ প্রতিবেদককে বলেন, যেখানে পুলিশের বাসায় চুরি। সেখানে সাধারণ নাগরিকতো নিরাপত্তাহীন। তিনি বলেন, পাবলিকের বাসায় চুরি ডাকাতির ঘটনাগুলোকে গুরুত্বসহকারে দেখলে চোরেরা পুলিশের বাসায় চুরির সাহস করত না।এ প্রসঙ্গে জগন্নাথপুর থানার এস.আই মিজানুর রহমান চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি মামলার কাজে জয়নগর রয়েছি। সেখান খেকে এসে বিস্তারিত বলব। আর থানার ওসি মোঃ মুরছালিন ঘটনাটি জানেন না বলে মন্তব্য করেন। উল্লেখ্য সাম্প্রতিককালে জগন্নাথপুর উপজেলায় চুরি ডাকাতি মারাত্বকভাবে বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে জনগন আতঙ্কে রয়েছেন।

Exit mobile version