স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উপজেলা পুষ্টি সমন্বয়ে কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং পুষ্টি সমন্বয় কমিটির টেকনিক্যাল অফিসার এ কে এম শামীম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর ,কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন ,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র দাস,কলকলি ইউপি সদস্য আব্দুল হাসিম প্রমূখ।