Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পৃথক অভিযান জরিমানা আদায় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে বনবিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ,জরিমানা আদায় ও দুটি সমিলের মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে মোতাহির মিয়ার সমিলের মালমাল ও ফেচির বাজার এলাকার একটি সমিলের মালামাল জব্দ করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বনবিভাগের লোকজন। এছাড়াও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হুমায়ূন কবিরের নেতৃত্বে পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে হাসপাতাল গেইটের পাশে থাকা কয়েকটি দোকানপাট রকম অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ৫ টি ব্যবসা প্রতিষ্টানে ভেজাল বিরোধী অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মোতাহির অালী জানান, দোকান চালু করার উদ্যেশে তিনি মালামাল সংগ্রহপূর্বক কাজ শুরু করছিলেন। বনবিভাগের লোকজন দোকান চালুর আগেই অভিযান চালিয়ে তার মালামাল জব্দ করেন।

Exit mobile version