Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পৃথক তিন সংঘর্ষে মহিলাসহ আহত ৪০

স্টাফ রিপোর্টার ঃ- জগন্নাথপুরে সোমবার বিকেলে পৃথক তিনটি সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত ১১ জনকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে এলাইছ মিয়ার জমির ধান একই গ্রামের বশর মিয়ার গরু কর্তৃক ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত নেওয়া বিবি, লতিবুর রহমান, আলী নূর, ওযুদ মিয়া, হাবিবুর রহমান, লুৎফুর রহমান,আবদুল কালাম ও আলমাছ মিয়া কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। অপরদিকে একই দিনে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেড়ী গ্রামের কবির মিয়ার লোকজন ধান শুকানোর জন্য মাঠে গেলে এতে বাধা প্রদান দেন একই গ্রামের ইনতাজ উল্লার লোকজন। এরই জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত মুহিবুর মিয়া ও কবির মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে দুই অটোরিকশা শ্রমিক সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে কমপক্ষে ১০জন আগত হন। তন্মেধ্যে ঘুরুতর আহত শ্রমিক আফাজোর(৩৮) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

Exit mobile version