Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পৌর এলাকা এখন সিসি ক্যামেরার আওতায়

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে শান্তিনগর বাজারে (হাসপাতাল পয়েন্ট) সিসি ক্যামেরা স্থাপন মধ্যদিয়ে পুরো জগন্নাথপুর পৌর এলাকা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

গত বুধবার রাতে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের উদ্যোগে হাসপাতাল পয়েন্ট এলাকায় ২২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

ওসি মিজানুর রহমান বলেন, শান্তিনগর বাজার কমিটির সার্বিক সহযোগিতায় ওই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাসহ ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
এর মধ্যদিযে জগন্নাথপুর পৌরসভার পুরো এলাকার প্রধান প্রধান সড়কগুলো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
##

Exit mobile version