1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে প্রথমবারের মতো শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইবিডব্লিউএফের আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে সেতুর জন্য যেতে পারেনি ফায়ার সার্ভিস, পুড়ল দোকান হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত, সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক লিটন গ্রেপ্তার আল্লাহর জিকিরে অন্তরের প্রশান্তি জগন্নাথপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ ভোটারের ১৬, প্রার্থীর ২৩ বছর বয়সের প্রস্তাব রাখবে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল/ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব ইতিকাফের তাৎপর্য, উদ্দেশ্য ও বিধান জগন্নাথপুরে কলেজছাত্র সামির মুক্তির দাবিতে মানববন্ধন

জগন্নাথপুরে প্রথমবারের মতো শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে এক মনোজ্ঞ  ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড় ৬টায়  স্থানীয় পৌর পয়েন্টে এ অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন সিলেটের দিশারী শিল্পী গোষ্ঠী, সুনামগঞ্জের রংধনু শিল্পী গোষ্ঠী,  আমার সুনামগঞ্জ থিয়েটার ও জগন্নাথপুরের অনুপম শিল্পী গোষ্ঠী।

বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসা স্রোতাদের সুরের মোহনায় মাতিয়ে তুলেন সংগীত শিল্পীরা।

দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোহাম্মদ কবীর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের পরিচালনায়  অনুষ্ঠানে সিলেট জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট ইয়াসিন খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, জামায়াত নেতা মাওলানা উবায়দুল হক শাহীন, মাষ্টার আব্দুল তাহিদ, আব্দুল কাইয়ুম, আ হ ম ওয়ালি উল্ল্যা, জুলফিকার আহমদ মনি, রেজাউল করিম রিপন, জালাল আহমদ, রিয়াজ উদ্দিন রাজু, শাহ আলম, আবুল কাশেম, আব্দুল ওয়াদুদ, মুছলেহ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আইনশৃংঙ্খলা বাহিনী সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবীদের দায়িত্বে ছিলেন জালাল আহমেদ, আলী আহমদ, আশরাফ হোসেন এনাম, তৈয়বুর রহমান, রুহল আমীন, আব্দুল আলীম, ফাহিম আহমদ, কয়েছ মামুন, শিবলী সাদিক, মাহবুবুর রহমান, ছাত্র শিবিরের সুজন আহমদ,ফাহিম আহমদ, শাহীনুর, তায়্যিব, নাঈম আহমদ, হাসান আহমদ, নজরুল ইসলাম, এনাম আহমদ, হাবীব মিয়া, সোহরাব আহমদ, রাখাব আহমেদ শিশির, আবু তাহের ও জাকির হোসেন।

দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোহাম্মদ কবীর উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জানাল উদ্দিন বেলাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম জানান, জগন্নাথপুরে এই প্রথমবারের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মনোমুগ্ধকর এ আয়োজনে সংগীত প্রেমীরা মুগ্ধ হয়েছেন। তাঁরা অভিনন্দন জানিয়েছেন এধরণের আয়োজনের জন্য। আমরা চেষ্ঠা করব আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখার ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com