জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
মছদ্দর আলীর সভাপতিত্বে ও ছালিক আহমদ পীরের
পরিচালনায় এতে বক্তব্য দেন মাওলানা আবদুল করিম ফারুকী। জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমদ, সমাজ কর্মী জাহাঙ্গীর আলম, শরীফ আহমদ শিপন। এ সময় উপস্হিত ছিলেন মাওলানা মফিজ উদ্দিন।আব্দুল রাজ্জাক, আবদুল মতিন , সেলিম মিয়া আমিনুল ইসলাম, জিয়া মিয়,সামছুল হক, ইসলাম উদ্দিন প্রমুখ।
সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে
বক্তার বলেন, আব্দুল মতিন একজন ভালো মানুষ ছিলেন। এলাকার আর্ত সামাজিক কর্মকাণ্ড তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। তিনি বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে।
মানুষ বেচে থাকে তার কর্মের মাধ্যমে । প্রয়াত আব্দুল মতিনের মতো সামাজিক উন্নয়নে বিত্তবান এগিয়ে আসার আহব্বান জানান বক্তারা।
পরে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম ফারুকী।
প্রসঙ্গত, সম্প্রতিকালে প্রবাসী আব্দুল মতিন লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।