Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রয়াত সাংবাদিক শংকর রায়ের মৃত্যুবার্ষিকীতে শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আমৃত্যু সভাপতি শংকর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টায় অনলাইন পোর্টাল  জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে  এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু”র সভাপতিত্বে ও

ক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলালের পরিচালায় এতে বক্তব্য দেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, সদস্য অরূপ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি আলী হোসেন ও প্রয়াত সাংবাদিক শংকর রায়ের কনিষ্ঠ পুত্র  সুমিত রায়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতায় পেশায় সক্রিয়ভাবে কাজ করে গেছেন  সাংবাদিক শংকর রায়।  তিনি বস্তুনিষ্ঠতায় এক অনন্য প্রতীক ছিলেন। জগন্নাথপুরের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতিসহ সমাজের নানা অসংগতির চিত্র তাঁর লেখনীর মাধ্যমে তুলে ধরে আপসহীনভাবে মৃত্যুর আগ মূহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন। তিনি তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন। তাঁর কর্মময় জীবনে অনুসরন করে নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের আহবান জানিয়ে বক্তারা প্রয়াত শংকর রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

 

Exit mobile version