Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ- তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের বিরুদ্ধে প্রাক প্রাথমিক শিক্ষা উপকরন বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার উপজেলা মাসিক সাধারণ সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা অভিযোগ করলে ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরকে।
উল্লেখ্য পিডিপি-৩ প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলার প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা উপকরনের জন্য প্রতিটি বিদ্যালয়ে ৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বরাদ্দকৃত টাকা বিদ্যালয়গুলোতে না দিয়ে তিনি নিজেই ঠিকাদার সেজে প্রতিটি বিদ্যালয়ে নিন্মমানের নামমাত্র কিছু মালামাল দিয়ে টাকা আত্মসাৎ করেন। যা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বেশ কিছুদিন ধরে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের উপকরণে অনিয়মের ঘটনা আমাদেরকে মর্মাহত করেছে। শিক্ষা কর্মকর্তা নিজেই ঠিকাদার সেজে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে যোগসাজজে প্রচুর টাকা আতা¥সাৎস করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, যেহেতু অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Exit mobile version