Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন ২৮ ফ্রেরুয়ারী মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিলেন এম,এ মান্নান

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় সাংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নলুয়ার হাওরের পোল্ডার নং ১ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন । এ উপলক্ষে মইয়ার হাওরে সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভূঁইয়া,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিজন কুমার দেব, জগন্নাথপুরের এসিল্যান্ড হোসাইন মোহাম্মদ হাই জকি, পানি উন্নয়ন বোর্ডের উপজেলা কমিটির সদস্য রেজাউল করিম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্য কৃষক আব্দুল মজিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, গতবছর বোরো ফসলডুবির কারনে কৃষকরা ফসল ঘরে তোলতে পারেননি। এবার হাওরে কোন ধরনের অনিয়ম, অবহেলা আর দূর্ণীতি বরদাশত করা হবেনা। তিনি আগামী ২৮ ফ্রেরুয়ারীর মধ্যে হারের বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানান, জগন্নাথপুরের সব ক’টি পিআইসি গঠন ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি বলেন, এবার পিআইসিদের কাজের অর্থ শুরুতেই দেয়া হবে। ২৮ ফ্রেরুয়ারীর মধ্যে কাজ শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে সকাল সাড়ে ১১টায় স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নান জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ২০তম টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

Exit mobile version