Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ মেরামত,সংস্কার কাজ সোমবার পরিদর্শন করেছেন হাওরের ফসলরক্ষা তদারক উপজেলা কমিটি ও কৃষকদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের নেতারা। দিনব্যাপী উপজেলার সুরাইয়া বিবিয়ানা হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ
সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকারীরা হলেন,
হাওরের ফসলরক্ষা পর্যবেক্ষন উপজেলা কমিটির উপদেষ্টা জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা কমিটির সভাপতি উপজলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম,হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠন উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, সিনিয়র সদস্য সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান,সদস্য সাংবাদিক আলী আহমদ,সদস্য বকুল গোপ,পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুরের মাঠ কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী,জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, এাণ ও দুর্যোগ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন,
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হাসান প্রমুখ

হাওর পরিদর্শন শেষে ইউএনও মাহফুজুল আলম মাসুম
বলেন, জগন্নাথপুর উপজেলায় এবার ৫০ টি প্রকল্পের মাধ্যমে হাওরের ফসলরক্ষাার কাজ চলছে। এসব প্রকল্পের মধ্যে ৪০টি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। অবশিষ্ট ১০টি প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে রয়েছে। কয়েকটি প্রকল্প ঝুঁকিতে
রয়েছে। আমরা প্রকল্পের সভাপতিদের মাধ্যমে সেগুলো ঝুঁকিমুক্ত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি ১৫ মার্চের মধ্যে শতভাগ কাজ শেষ হবে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের নেতা লুৎফুর রহমান বলেন,নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা। কিন্তু প্রতিবছর কাজ শুরু করতে বিলম্ব হয়। এবারো এক মাস পিছিয়ে কাজ শুরু করায় নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ফলে আমরা
চিন্তিত।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেন,হাওরের ফসলরক্ষা বাঁধের সার্বিক অগ্রগতি সন্তোষজনক।আগে যেখানে ঠিকাদারদের খুঁজে পাওয়া যেত না,এখন জনপ্রতিনিধি ও কৃষকদের সমন্বয়ে দায়বদ্ধতা থেকে কাজ চলছে। তিনি পিআইসিদের আরো দায়িত্বশীলতার সহিত কাজ করার আহ্বান জানান।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলার এবার ৫০ টি প্রকল্পে ৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে ৩২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ, মেরামত ও সংস্কার করা হচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির ৪০ ভাগ টাকা পরিশোধ করা হয়েছে।

Exit mobile version