Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে পাউবো কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ মেরামত,সংস্কার ঝু্ঁকিপূর্ণ প্রকল্প পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড পাউবোর দুই নির্বাহী প্রকৌশলী।
বুধবার নলুয়ার হাওরের ঝুঁকিপূর্ণ প্রকল্পগুলো সরেজমিনে দেখে দ্রুত বাঁধগুলোকে দ্রুত ঝুঁকিমুক্ত করতে নির্দেশ দেন পাউবোর পওর- শাখা ১ এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ও পওর শাখা -২ এর নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার। মঙ্গলবার গনমাধ্যমে বাঁধের ১০ প্রকল্প এখনো ঝুঁকিতে শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তারা সরেজমিন পরিদর্শনে আসেন।
পানি উন্নয়ন বোর্ড পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুবকর সিদ্দিক বলেন,যে সব প্রকল্প এখনো ঝু্ঁকিপূর্ণ অবস্হায় রয়েছি সেগুলোকে দ্রুত ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। প্রয়োজনে কিছু কিছু প্রকল্পে প্রাক্কলন সংযোজন করে দ্রুত বাঁধের কাজ শেষ করতে বলা হয়েছে।
নলুয়ার হাওরের পোল্ডার -১ প্রকল্পের ৮ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল কয়েছ বলেন,আমরা প্রকল্পটির ২০০ মিটার ঝুঁকিপূর্ণ অংশে বাঁশ পুঁতে বালুমাটির বস্তা দিয়ে আলাদা সুরক্ষা দেয়াল দেয়ার কথা থাকলেও প্রাক্কলনে তা না থাকায় ওই অংশ ঝুঁকিমুক্ত অবস্হায় রয়েছে। গতকাল পাউবোর নির্বাহী প্রকৌশলীরা সরেজমিন দেখে প্রাক্কলন সংযোজন করে বাঁশ বস্তা লাগাতে বলেছেন। এখন পাউবো তা সংযুক্ত করলে বাঁধ ঝুঁকিমুক্ত হবে।অন্যতায় এর দায়ভার পাউবোর।
৭ নং প্রকল্পের সভাপতি মোছা শানন্তা ইসলাম বলেন, আমার প্রকল্পের মাটির কাজ শেষ হলেও গতকাল পরিদর্শন করে আরো মাটি ফেলতে বলা হয়।আমি প্রকল্পটি ঝুঁকিমুক্ত রাখতে আরো কাজ করছি।
পানি উন্নয়ন বোর্ড পাউবোর উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, ঝু্ঁকিপূর্ণ ১০ প্রকল্পকে ঝুঁকিমুক্ত করতে আমরা কাজ করছি। কিছু কিছু প্রকল্পের প্রাক্কলন সংশোধন করে ঝুঁকিমুক্ত করার কাজ চলছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসলরক্ষা পর্যবেক্ষন মাহফুজুল আলম বলেন,হাওরের ফসলরক্ষা বাঁধে কোন ধরনের অবহেলা মেনে নেয়া হবে না। ১০ টি ঝু্ঁকিপূর্ণ বাঁধ ঝুঁকিমুক্ত করতে প্রচেষ্টা চলছে

Exit mobile version