Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ পরির্দশন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার :: জেলার অন্যতম হাওর জগন্নাথপুরের সর্ববৃহ নলুয়া ও মইয়ার হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় অতিরিক্ত (সার্বিক) কমিশনার মো: আজম খান।
বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার নলুয়া হাওরের কয়েকটি বেড়িবাঁধ পরির্দশন করেন। পরে তিনি মইয়ার হাওর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জগন্নাথপুরের দায়িত্বরত কর্মকর্তা মোঃ ফয়জুল্লাহ প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা প্রতিনিয়ত বেড়িবাঁধ নির্মাণ কাজের তদারকি রাখছি। বাঁধ নির্মাণে কোন ধরনের গাফিলতি অনিয়ম-দূর্ণীতি বরদাশত করা হবেনা। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

Exit mobile version