Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ফেসবুকে অশ্লিল ভিড়িও ছড়িয়ে দেয়ার ভয় দেখি অর্থ আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

জগন্নাথপুরে নিজের পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণের করে অর্থ লুটের অভিযোগে আমিনুর রহমান তালুকদার নামে এক যুবককে গ্রেফতার
করা হয়েছে।
আজ শনিবার তাকে সুনামগন্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, উপজেলার  পাটলী ইউনিয়নের আরমান উল্লার ছেলে আমিনুর রহমান তালুকদার বেশ কিছুদিন ধরে নিজের নাম গোপন করে সৈয়দা শামিমা জুঁই নামে ভুয়া ফেসবুক আইডি খোলে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ের আটঘর ( বিজয়নগর) গ্রামের যুক্তরাজ্য প্রবাসি রিপন কামালির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব স্থাপন করে মেসেন্জারের মাধ্যমে কথাবার্তা বিনিয়র করত। এক পর্যায়ে প্রবাসি রিপন কামালির ছবি সংম্বলিত অশ্লিল  ভিডিও ধারন করে প্রবাসির নিকট টাকা দাবী করে। অন্যতায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে  ও আত্মীয় স্বজনের নিকট ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি প্রদান করে। ওই ভুয়া আইডি থেকে প্রবাসির চাচাত্ব ভাই হোসেন কামালির সঙ্গেও বন্ধুত্ব স্থাপন করে তাঁর ফেসবুক মেসেন্জারে সৈয়দা শামিমা জুঁই নামে ফেসবুক আইডি থেকে ওই অশ্লিল ভিডিও প্রেরন করে টাকা দাবী করে প্রতারক। গত ২৪ জুন প্রবাসির ছোট ভাই সুমন কামালির ফেসবুক মেসেন্জারে আমিনুর রহমান কামালি ওই ভুয়া আইডি থেকে প্রবাসির অশ্লিল ভিডিও পাঠিয়ে ১৫ হাজার টাকা দাবী করে। অন্যতায় তার ভাইয়ের অশ্লিল ভিডিও  ফেসবুকে ছড়িয়ে দেয়া হবে। দাবীকৃত টাকা বিকাশে পাঠাতে বলে।যার নম্বর 01733569649 । মান সম্নানের ভয়ে
মান সম্মানের ভয়ে সুমন কামালি প্রতারকের পাঠানো বিকাশ নম্বরের গত ৪ জুলাই ২ হাজার টাকা পাঠিয়েছে সুমন। এ বিষয়ে জগন্নাথপুর থাকায় সুমন বাদী হয়ে অভিযোগ দায়ের করলে বিকাশ নম্বরের সুত্র ধরে অভিযানে নামে পুলিশ। গত শুক্রবার জগন্নাথপুর থানার উপ পরিদর্শক লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আসামপুর গ্রামে  অভিযান চালিয়ে আমিনুর রহমান তালুদার (২৬)কে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার উপ পরির্দশক লুৎফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিকাশ নম্বরের সুত্র ধরে আমিনুর রহমান তালুকদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমের প্রবাসির অশ্লিন ভিডিও ধারন করা চাঁদাবাজির প্রমান পাওয়ার গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Exit mobile version