1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বজ্রপাতের বিকট শব্দে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বিপ্লব বিশ্বাস (২৬) নামের ওই ব্যক্তি রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কুশিয়ারা নদীর খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন জেলে বিপ্লব বিশ্বাস। এসময় হালকা ঝড়বৃষ্টি আসে। এক পর্যায়ে বজ্রপাতের শব্দে নৌকা থেকে পড়ে যান তিনি । পরে স্হানীয় লোকজন অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক কবির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com