Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বন্যায় ভেসে গেল এক কোটি টাকা মাছ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে প্রায় এক কোটি টাকার মাছ ভেসে গেছে।
অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পৌরএলাকার বিভিন্ন স্থানে ও উপজেলার পাঁচটি ইউনিয়নের নি¤œাঞ্চলসহ বির্স্তীণ এলাকা প্লাবিত হয়ে ৪শতাধিক মৎস্য খামার থেকে বিভিন্ন প্রজাতির মাছ বেরিয়ে গেছে।
এলাকাবাসি ও উপজেলা মৎস্য কার্যালয় সুত্রে জানা যায়, গত সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নদী-নদী, খাল-বিল, হাওর-বাওরের পানি বৃদ্ধি পেয়ে বন্যা কবলিত হয়ে পড়ে জগন্নাথপুর পৌরসভার আওতাধীন হবিবনগর, জগন্নাথপুর, আলখানাপার, উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও আশারকান্দি,
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন, কলকলিয়া ইউনিয়নের নি¤œঞ্চলের প্রায় ৪০টি
গ্রাম। এছাড়াও হাসিনাবাদ, মইয়ার হাওর, পিংলার হাওর, নলুয়া হাওরসহ বিভিন্ন
খাল, বিলের পানি বেড়ে যায়। এসব এলাকায় চারশত মৎস্য খামার থেকে প্রায় এক
কোটি টাকার মূল্যের মাছ ভেসে গেছে।
জগন্নাথপুর পৌরসভার হাসিনাবাদ এলাকার মৎস্য খামারি আমিনুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসিনাবাদ হাওরে ৬০ কেদার জমি নিয়ে মাছের খামার আমাদের। আকস্মিক বন্যার পানিতে ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ ভেসে গেছে। এতে আমার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।
পৌরএলাকায় হবিবনগর এলাকার মৎস্য খামারি হাজী আব্দুল জাব্বার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,  হবিবনগর এলাকায়স্থ মইয়ার হাওরে ৫টি পুকুরে আমরা মাছের খামার রয়েছে। আকস্মিক বন্যায় ৫টি পুকুর থেকে বিভিন্ন জাতের প্রায় ৫ লাখ টাকার মাছ খাবার থেকে বেরিয়ে গেছে।
ওই এলাকার আরেক মৎস্য খামারি মুরাদ আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকমকে বলেন, হবিবনগর এলাকার একটি সেতুর
পাশের বাঁধ ভেঙে আমার দুই কেদার জমিতে গড়ে ওঠা মাছের খামার থেকে এক লাখ
টাকার মাছ পানিতে ভেসে গেছে। তিনি বলেন, এ বাঁধটি আগামীতে সংস্কার করা না
হলে হবিবনগর এলাকা হুমকির মুখে পড়বে।

জগন্নাথপুর এলাকার মাছ চাষি আব্দুল জলিল জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকমকে জানান,বন্যার পানিতে তার পুকুর থেকে দুই সাখ টাকার মাছ বেয়িয়ে গেছে।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরের
নি¤œাঞ্চলসহ উপজেলার বিভিন্ন বির্স্তীন এলাকা প্লাবিত হয়ে পড়ায় ৪ শতাধিক
মৎস্য খামার থেকে মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, গতকালও বন্যা পরিস্থিতি অপরির্বতিত ছিল।

Exit mobile version