স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর নেতৃত্বে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে ও আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন। গত কয়েকদিন ধরে এ ত্রাণ বিতরণ চলছে। আজ সোমবার রাতে কেশবপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের শুকনো খাবার বিতরণ করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে বন্যার্তদের খুঁজে বের করে ত্রাণ বিতরণ করছি। ইতিমধ্যে দুই শতাধিক বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছি।ত্রান কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, সরকারি ভাবে ৪৩ মেট্রিক্স টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।