Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বন্যার পানি কমছে, বাড়ছে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে গতকাল বৃহস্পতিবার বন্যার পানি
সামান্য কমেছে। তবে দূর্ভোগ কমছে না। উজান থেকে নেমে আসা ঢল ও অব্যাহত
ভারিবর্ষণে উপজেলার আশারকান্দি,পাইলগাঁও, রানীগঞ্জ ইউনিয়য়ন ও পৌর এলাকার
একাংশের প্রায় ৫০/৪০টি গ্রামের মানুষ গত ৪/৫ দিন ধরে বন্যা কবলিত অবস্থায়
রয়েছেন। বন্যার কারণে উপজেলার ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।
১৫টি ফিসারির মাছ ভেসে যাওয়ায় মাছ চাষীরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন।
সরকারিভাবে এখনো কোন ত্রাণ সহায়তা প্রদান করা হয়নি।
উপজেলার আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল চন্দ্র দাশ
জানান,ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। অনেকেই
আত্বীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ পানির সাথে যুদ্ধ
করে ঠিকে থাকার সংগ্রাম করছেন। ইউনিয়নের প্রধান সড়ক ভবেরবাজার-কাঠালখাইড়
সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় সড়কদিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। আজকে
পানি একটু কমেছে। তবে দূর্ভোগ বেড়েছে পানিবন্ধী মানুষের।

উপজেলার পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,জগন্নাথপুর উপজেলার মানুষ
বণ্যা কবলিত অবস্থায় আছেন। সরকারিভাবে তাদের ত্রাণ সহায়তা করা দরকার।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা বন্যার সার্বিক খোঁজ খবর রাখছি।

Exit mobile version