Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি অবনতি,নতুন নতুন এলাকা প্লাবিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
আজ মঙ্গলবারও পানি বেড়েছে জগন্নাথপুর পৌরশহরের বাড়ী জগন্নাথপুর, ইকড়ছই,
হাসিনাবাদ, আলখানাপাড়, কাছিরপার, উপজেলার সৈয়দপুর হারিকোনা, নোয়াগাঁও, গোয়ালগাঁও বুধরাইল, তেঘরি সোনাতনপুর, পীরেরগাঁও,  শাহারপাড়ার পশ্চিম এলাকায়সহ
উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। পানিতে ডুবে গেছে অসংখ্যা রাস্তাঘাট। গতকাল ভবেরবাজার-কাঠালখাই-নয়াবন্দর সড়কের বিভিন্ন স্থানে পানি ওঠে তলিয়ে যাওয়ায় উপজেলার সদরের সঙ্গে সৈয়দপুর-শাহারপাড়া ও আশারকন্দি ইউনিয়নবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।   ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি সরকারী প্রাথমিক
বিদ্যালয়, ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা প্রতিষ্ঠান।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  বলেন, আমাদের
ইউনিয়নের ১৬টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ  পানি বন্ধি হয়ে পড়েছেন। ভবেরবাজার-সৈয়দপুর-কাঠালখাই-নয়াবন্দর সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের
সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান জানান, গত একসপ্তাহের ধরে 
ইউনিয়নের ১৫টি গ্রামের লোকজন বন্যা কবলিত অবস্থায় রয়েছে। অনেকেই ঘরবাড়ি
ছেড়ে আত্বীয় স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত
পানি বেড়েছে। তবে দুপুর থেকে  রৌদ্য ওঠায় মনে হচ্ছে পানি কমতে পারে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে 
বলেন, জগন্নাথপুরের ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে প্রায় সাত হাজার মানুষ পানিবন্দি আছেন। জগন্নাথপুর পৌরএলাকাগুলো এখনও বন্যা কবলিত কিনা আমরা চিহিৃত করেনি। এছাড়াও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বন্যার খবর পাওয়া যায়নি। তিনি বলেন,  জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে এখন পর্যন্ত ৬০ মেট্রিকটন চাল ও সাড়ে সাত শত শুকনো
খাবারের প্যাকেট পাওয়া গেছে। আমরা প্রতিদিন বন্যার্তদের ঘরে ঘরে গিয়ে তা
বিতরণ করছি। জগন্নাথপুরের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে।
Exit mobile version