Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিএনপির দুই নেতা নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবারের লোকজন

জগন্নাথপুরের দুই বিএনপির নেতা গত দুইদিন ধরে নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার এবিষয়ে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) দায়ের করা হয়েছে।
জিডির সুত্রে জানা যায়, উপেজেলা যুবদল নেতা আনসার মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক  আব্দুস শহিদ গতকাল মঙ্গলবার এক সঙ্গে মোটরসাইকেল যোগে
নবীগঞ্জের উদ্যেশে একটি বিয়ের অনুষ্ঠানে  যাওয়ার জন্য  বাড়ি থেকে বের হন তারা।
এরপর থেকে তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরও তাদের কোন সন্ধান না পেয়ে নিখোঁজ আনসার মিয়ার ভাগিনা মুহিত মিয়া জগন্নাথপুর থানায় জিডি দায়ের করেছেন।যার নং ১৯৭।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্যেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ যুবদল নেতা আনসার মিয়া উপেজেলার  রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের বাসিন্দা। অপর স্বেচ্ছাসোবক দলের সাধারণ সম্পাদক আনসার মিয়া একই ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামের বাসিন্দা।
যুবদল নেতা আনসার মিয়ার ভাগিনা  মুহিত মিয়া জানান, নিখোঁজের ঘটনায় আমরা উদ্বিগ্ন হয়ে থানায় সাধারণ ডায়েরি রজু করেছি। আশা করছি পুলিশ তাদের খুঁজে বের করতে পারে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস হাসিম ডালিম বলেন, আনসার যুবলের একজন সক্রিয় নেতা। তাদের নিখোঁজে উদ্বিগ্ন আমরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম আহমদ বলেন, একটি বিয়ে অনুষ্ঠানে গিয়ে গত দুইদিন ধরে নিখোঁজ তাঁরা। তাদের নিখোঁজে উৎকণ্ঠায় আছি। পুলিশ প্রশাসনের পক্ষে জোর দাবী জানাচ্ছি দ্রুত তাদেরকে খোঁজে বের করার জন্য।
জগন্নাথপুর উপজেলা বিএনপি সভাপতি  আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন,ঘটনাটি উদ্বেগ জনক।আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই তাদের উদ্ধারে ভূমিকা রাখতে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জিডির আলোকে নিখোঁজ ব্যাক্তিদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
Exit mobile version