1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও প্রবাসী সংবর্ধনায় মন্ত্রী এম এ মান্নান-শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও প্রবাসী সংবর্ধনায় মন্ত্রী এম এ মান্নান-শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে

  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৪৬৭ Time View

স্টাফ রিপোর্টার:; অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। বিশ্বদরবারে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছি। নৌকায় ভোট দেয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর শেখ হাসিনাকে নৌকায় ভোট দেয়ায় বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন পাবনার রুপপুরে আমরা বিশ্বের সর্বশেষ প্রযুক্তি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কাজ করছি। এধরনের প্রকল্প বিশ্বের বড় বড় ধনীদেশ বাস্তবায়ন করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে এখন বিশ্বের বড় দেশ অনুকরন করে।বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

তিনি শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও প্রবাসী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ রশিদ চৌধুরী, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগ সদস্য আশরাফুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা শামসুল হক চৌধুরী,আবুল বশর এহিয়া,বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,যুক্তরাজ্য শ্রমিকলীগ নেতা শামসুল ইসলাম,স্পেন আওয়ামীলীগ সহ-সভাপতি কবির উদ্দিন,যুক্তরাজ্য প্রবাসী আবু সাদেক রণি,মুহিবুর রহমান,আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেন,কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন,সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দেব দিপাল, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তহুর আলী,

সভায় অন্যানের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুস জহুর,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মালেক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ,উপজেলা শ্রমিকলীগ সভাপতি নিজামুল করিম,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। এর আগে মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পাঁচতলাভিত বিশিষ্ট একতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

পরে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এছাড়াও মন্ত্রী কলকলিয়া ইউনিয়নের ঘুঙ্গিরগাঁও মন্দিরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সনাতন ধর্মালম্বীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com