Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুতের লোডশেডিংয়ের জ্বালায় জ্বলছেন গ্রাহক

স্টাফ রিপোর্টার:: বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ে জগন্নাথপুরের বিদ্যুৎ গ্রাহকরা অতীষ্ঠ হয়ে উঠেছেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা চিকিৎসা পেতে বেকায়দায় পড়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিদ্যুৎ গ্রাহক সূত্র জানায়,গত কয়েকদিন ধরে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং দেখা দিয়েছে। গত দুদিন ধরে সকাল থেকে বিকেল পযন্ত টানা লোডশেডিং চলছে। এছাড়াও একাধিকবার বিদ্যুৎ যাওয়া আসার খেলায় গ্রাহকরা অতীষ্ঠ হয়ে উঠেছে। এছাড়াও গত দুদিনের অস্বাভাবিক গরম শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে অসুস্থ শিশুদের সংখ্যাবৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ না থাকায় চিকিৎসকরাও সুচিকিৎসা প্রদান করতে পারছেন না। জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান,তার ভাতিজাকে নিয়ে হাসপাতালে গেলে বিদ্যুৎ না থাকায় চিকিৎসকরা নেবোলাইজেশন মেশিন ব্যবহার করতে না পারায় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সিদ্দিকেরমতো অসংখ্য স্বজন জ্বর নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা পাচ্ছেন না। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মির্জা আলী সুহেল বলেন, বিদ্যুৎ না থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান সঠিকভাবে করা যায় না। নেবোলাইজেশন মেশিন ব্যবহার করা যাচ্ছে না। শিশুদের খুব কষ্ট হচ্ছে। এবিষয়ে জানতে বিদ্যুতের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে
জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের জরুরীমুঠোফোনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান,বিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ চলছে।

Exit mobile version