স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হতদরিদ্র শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের পক্ষ থেকে হত দরিদ্র পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদসহ স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।