Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুৎ ও গ্রামীন নেটওয়ার্কর্ বিড়ম্বনায় অতিষ্ঠ হয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ ও গ্রামীন ফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় অতিষ্ঠ হয়ে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুরবাসীর ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধব চলাকালে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দিপক গোপ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী মুজিবুর রহমান, আব্দুল মুকিত, রনিরাজ, হাবিবুর রহমান, জুয়েল আহমদ, নুর আহমদ, মিটন দেব, আবুল কালাম আজাদ প্রমুখ।
জগন্নাথপুর বাজার ব্যবস্থপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি জগন্নাথপুরে অস্বাভাবিকভাবে বিদ্যু বিভ্রাট চলছে। সামান্য ঝড় বৃষ্টি হলেও দিবারাত্রি বিদ্যুতের দেখা মিলে না। সেই সঙ্গে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিড়ম্বনা মারাত্মকভাবে বেড়েছে। বিদ্যুৎ আর নেটওয়ার্কে অতিষ্ঠ হয়ে উঠেছে আমরা। দ্রুত এই সমস্যা থেকে পরিত্রান চাই। অন্যতা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা।
জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতিকালে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিদ্যুতের সংযোগে মারাত্মকভাবে বিঘিœত ঘটে। তবে এখন পরিস্থিতি ভালো থাকায় সংযোগে ব্যাহত হচ্ছে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চালু রাখতে আমরা প্রাণপণ প্রচেষ্ঠা রয়েছে।

Exit mobile version