Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যুৎ কর্মকর্তা বিব্রত

স্টাফ রিপোর্টার:: সকাল সাড়ে ১১টা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে চলছিল জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। সভায় বিদ্যুতের ভেলকিবাজি নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের খোঁজ করেন। সাথে সাথেই সভায় যোগদেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা পাভেল রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যুতের অসহনীয় যন্ত্রনায় কথা তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের প্রচেষ্ঠার কথাও তুলে ধরেন। ইউএনও মাসুম বিল্লাহ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিদ্যুৎ বিভাগের প্রস্তুতির বিষয়ে বক্তব্য রাখার জন্য ঘোষনা দিলে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা মাইক হাতে নিতেই বিদ্যুৎ চলে যায়। সাথে সাথে সভায় হাস্যরসের সৃষ্টি হয়। বিব্রত ওই কর্মকর্তা মুঠোফোনে যোগাযোগ করেন। বিদ্যুৎবিহীন মাইক ছাড়াই উচ্চস্বরে তাকে বক্তব্য দিতে হয়। এসময় তিনি সিলেটের নানা সমস্যার কথা তুলে ধরলে সভার পক্ষ থেকে প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেন,আমাদের সাবষ্ট্রেশন রয়েছে। আমরা সিলেট থেকে কেন ? সাবষ্টেশন থেকে বিদ্যুৎ পেতে চাই। তখন তিনি এবিষয়ে উদ্বর্তৃন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার পাশাপাশি শারদীয় দূগা পূজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের প্রতিশ্রুতি তুলে ধরেন। তাঁর বক্তব্য শেষ হলেই আবার চলে আসে বিদ্যুৎ। বিদ্যুতেরে এমন ভেরকিবাজিতে সভায় হাস্যরসের সৃষ্টি হয়। বিব্রত বিদ্যুৎ কর্মকর্তা নিরূপায় হয়েই বক্তব্য শেষ করেন।

Exit mobile version