স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
আজ সোমবার (২০ অক্টোবর) সকালে জগন্নাথপুর উপজেলায় এলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভুমি অফিস, মিরপুর ইউনিয়নের শ্রীরামসি ভূমি অফিস, মিরপুর ইউনিয়ন পরিষদ, জগন্নাথপুর পৌর সভার, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, উন্নয়ন প্রকল্প (এলজিইডি), অফিস সহ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেন। এসময জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, সহকারী কমিশনার ভুমি মহসীন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, পানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা আল আমিন, কৃষি অফিসার কাউছার আহমেদ উপস্থিত ছিলেন।