Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার::
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে পৌরশহর প্রদক্ষিন শেষে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ,উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায় জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির, উপ-পরিদর্শক (ট্রাফিক) মো: নসু মিয়া, জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অকিল কুমার সিংহ, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ ,দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব , সমাজ সেবা অফিসের মাঠ সুপার ভাইজার সুব্রত তালুকদার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমূখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন কার্যক্রমের দন্ডনিয় অপরাধের বর্ণনা দিয়ে বলেন, ভোক্তা অধিকার আইন ভঙ্গঁকারীদের বিরুদ্ধে জরিমানা সহ শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফাহমিদা কাদের চৌধুরী, স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শাহ রাকিবুল হুদা মেহেদী ও ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ ওয়ারিসুল বারি মাহিদ কে স্মারক ক্রেষ্ট ও নগদ অর্থ বিতরন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী ফয়ছল চৌধূরী, উপজেলা আইসিটি টেকনিশিয়ান অরূপ সরকারসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version