Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-১

বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ে বাড়ির নিয়মন্ত্র খেয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দুঘর্টনায় এক ইয়াওর মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকার বাসিন্দা। এঘটনায় চালকসহ আরো দুইজন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা পয়েন্ট এ দুঘর্টনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌরশহরের সদর বাজারে ক্ষুদ ব্যবসায়ী হবিবপুর এলাকার বাসিন্দা ইয়াওর মিয়া, কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে সালাম মিয়া ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা গুপেশ দাসে মোটরসাইকেল যোগে উপজেলার মজিদপুর গ্রামের একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রনে যান। মোটরবাইকের চালক ছিলেন গুপেশ দাস।
রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে উল্লেখিতস্থানে পৌছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে তিনজনই আহত হন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইয়াওর মিয়াকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ের গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে মোটরবাইক চালক গুপেশকে সিলেটের বেসকারী ক্লিনিকে গুরুত্বর আহতাবস্থায় ভর্তি করা হয়। এছাড়াও অপর আহত সালামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এদিকে নিহত ব্যবসায়ী ইয়াওর মিয়ার শ্যালক কদ্দুছ মিয়া বলেন, আমরা এখনও জানতে পারিনি কিভাবে ঘটনাটি ঘটেছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, মোটরসাইকেল দুঘর্টনার শিকার তিনজনই সদর বাজারের ক্ষুদ ব্যবসায়ি। আমরা রাতে আহত সালামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ সেজে তাকে ছেড়ে দেওয়া হবে। প্রাথমিক তদন্ত বুঝা যাচ্ছে তারা মদ্যপায়ী ছিলেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায়ই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
,

Exit mobile version