স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী (১৭) ধর্ষণের অভিযোগে আব্দুন নূর (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে উপজেলার শ্রীরামসি গ্রাম থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হতদরিদ্র পরিবারের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে কে নানা কৌশলে প্রতিবেশী বৃদ্ধ আব্দুন নূর একাধিকবার ধর্ষণ করে। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণের অভিযোগে আব্দুন নূর কে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এঘটনায় মামলা হয়েছে। আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।