Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় বই উৎসব পালিত

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। পরে তিনি ১ম শ্রেনী থেকে ৫ শ্রেনীর নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।
জগন্নাথপুরের সবখানেই বই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে এ আনন্দ উৎসব দেখা দেখা গেছে।
পৌরশহরের ইকড়ছই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র জাহিদ আহমদ বলেন, সকাল থেকেই অপেক্ষায় ছিলাম নতুন বই পাওয়ায় আশায়। এখন বই পেয়ে খুবই খুশি আমি। জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী অনুরাধা সরকার বলেন, আমি খুবই আনন্দিত নতুন বই পেয়ে। কাল থেকে নতুন বই নিয়ে স্কুলে আসবো।
অনুরাধা ও জাহিদের মতো শত শত শিক্ষার্থীরা নতুন বই নিয়ে আনন্দ উৎসবে বাড়ি ফিরেছে।
স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সুত্র জানায়, এবছর উপজেলার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন করা হয়েছে। অপর দিকে ৩১টি মাধ্যমিক স্কুল ও ২৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানে বই বিতরন করা হয়েছে।

Exit mobile version