1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ব্যারিষ্টার সুমন- প্রবাসীদের সুযোগ দিন, সরকার লাগবে না - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ব্যারিষ্টার সুমন- প্রবাসীদের সুযোগ দিন, সরকার লাগবে না

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৮ Time View

স্টাফ রিপোর্টার::

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি বলেছেন, সকল কাজে প্রবাসীদের একটু সুযোগ দিন। দেখবেন সরকার লাগবে না। প্রবাসীরাই এলাকার অনেক উন্নয়ন করতে পারবে। তাঁরা কিছুই চায় না; শুধু একটু সম্মান চায়।

আজ শনিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজার মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন আরও বলেন, সিলেটে প্রতিটি এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছেন। আমরা যদি তাঁদের সহযোগিতা করি তাহলে সরকারের পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।

তিনি ফুটবল খেলা নিয়ে বলেন, নির্বাচনে তো আমরা সাথে অনেকে পাতলা (ভাইরাল শব্দ) মেরেছেন। কিন্তু এখন যারা ফুটবল নিয়ে দুর্নীতি করবেন আমি তাদেরকে পাতলা মেরে ছেড়ে দিব। দুর্নীতির বিরুদ্ধে কোন ছাড় নেই।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আকমল খাঁন, হারুনুর রশিদ হারুন, আব্দুল গফুর, লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

চিলাউড়া-হলদিপুর ক্রিড়া সংস্থার আয়োজনে চিলাউড়া ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। উদ্ধোধনী খেলায় সিলেটের তাজপুর নুনু ফুটবল একাডেমীকে ৩-০ গোলে হারিয়ে চিলাউড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব জয়ী হয়।#

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com