Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ১৫ লাখ টাকা বৃত্তি বিতরণ একাত্তরের মানবতা বিরোধীদের মতো বোমাবাজদেরও বিচার হবে- এম এ মান্নান

স্টাফ রিপোর্টার–অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধন সরকার। শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমরা স্বাধীন দেশের গর্বিত সৈনিক। কারণ তোমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আমারা প্রবীণেরা পরাধীনতার শৃঙ্খলে থেকে অনেক কষ্ট করে পড়ালেখা করেছি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে তোমাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বিএনপি জামাত জোটের সমালোচনা করে বলেন, দেশের অগ্রগতির চাকাকে থামিয়ে দিয়ে দেশে যারা জ্বালাও পোড়াও করছেন তাদের অপরাজনীতির বিরুদ্ধে জনগনকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার কান্নায় জনগনের কোন সাড়া মিলেনি। জনগন আওয়ামীলীগের সাথে আছে বলেই হরতাল অবরোধ জনগন প্রত্যাখান করে দেশকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে যারা বিরোধীতা করেছিল এখন তাদের বিচার হচ্ছে। এবার যারা বোমাবাজি করছে একদিন তাদেরও বিচার হবে। আমরা তাদের তালিকা তৈরী করছি। তিনি প্রবাসীদেরকে এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করার প্রশংসা করে বলেন, আপনারা কষ্টার্জিত অর্থ ব্যয় করে দেশের উন্নয়নে কাজ করছে আর যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে সড়ষন্ত্র করে তাদেরকে আপনারা প্রতিহত করতে হবে না হলে দেশের অগ্রগতি বিঘিœত হবে। তিনি আবারও হুশিয়ারী উচ্চারন করে বলেন, যারা দেশের সম্পদ ধ্বংস করে জ্বালাও পোড়াও রাজনীতি করছে তাদের সাথে কোন আপোষ নেই। তিনি বলেন, বিশ্বের কোন দেশে রাজনীতির নামে এমন নৈরাজ্যর নজির নেই। বিএনপি জামাত টানা দুই মাস ধরে হরতাল অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্থ করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপরাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি আহ্বান জানান। তিনি শনিবার দুপুরে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ১৫তম বৃত্তি বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্টিত বৃত্তি বিতরণী অনুন্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুর রহমান। ট্রাস্টের সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র আব্দুল মনাফ, ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল আহাদ, এস.আই আজাদ আলী,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্রাস্টি হরমুজ আলী, নুরুল হক লালা মিয়া, মোবারক আলী, বাদশা মিয়া লস্কর, আনহার মিয়া, আকিক এফ রহমান, ড.সানোয়ার আলী,আব্দুল হাই, এখলাছুর রহমান, আব্দুল মতলিব চৌধুরী,আরজু মিয়া, সিলেট ওভাসিজ স্টোরের পরিচালক সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সমাজসেবক সিরাজুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী, মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি মঈনুল ইসলাম পারভেজ প্রমুখ। বৃত্তিবিতরণী অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৫ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।

Exit mobile version