1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ভাঙা সেতু ৭ বছরেও হয়নি সংস্কার, ১০ গ্রামের দুর্ভোগ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
লন্ডনে Isle of wight এ পরিকল্পনামন্ত্রীর সম্মানে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার মারা গেছেন নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অতুলনীয় আদর্শ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা কে হারাল বাংলাদেশ জগন্নাথপুরে কুকুরের কামড়ে নারীসহ ৭ জন আহত প্রয়োজনে বাংলাদেশের যে কাউকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রবেশকালে ভূমধ্যসাগরে এ বছর ২৫০০ জন নিখোঁজ: জাতিসংঘ বহির্বিশ্বে ইসলাম প্রচারে মহানবী (সা.)-এর কর্মসূচি সাকিবই পারতো তামিমকে মেসেজ দিয়ে বলতে: মাশরাফি

জগন্নাথপুরে ভাঙা সেতু ৭ বছরেও হয়নি সংস্কার, ১০ গ্রামের দুর্ভোগ

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৯৮ Time View

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরের নাইয়াদাঁড়া নদীর ওপর সাত বছরে আগে ভেঙে যাওয়া সেতুর কাজ আজও হয়নি। ফলে ১০ গ্রামের লোকজন চরম দুভোগান্তির শিকার হচ্ছেন। দেড় কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হয় গ্রামগুলোর স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ বাসিন্দাদের।

এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০০০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর-নন্দীরগাঁও মসজিদ সড়কের নাইয়াদাড়া নদীর ওপর সেতু নির্মাণ করা হয়। নদীর প্রবল স্রোতে ২০১৬ সালে সেতুটি ভেঙে যায়। বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল। এরপর থেকে এলাকাবাসী নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও সাত বছর ধরে সেতু নির্মাণ কাজের কোন অগ্রগতি না থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ওই সেতুর মুখ পর্যন্ত পিচ ঢালাই সড়কের কাজ বাস্তবায়ন করেছে।

সেতু এলাকার বাসিন্দা এরালিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হালিমা জান্নাত বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় এখন দেড় কিলোমিটার জায়গা কাঁচা মাটির সড়ক দিয়ে পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। সেতুটি নির্মাণ করা হলে আমাদের যাতায়াত সহজ হতো।

পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর রেশমা বলেন, কলেজের বাস নদীর ওই পাড়ে দাঁড়ানো থাকে। যেখানে পাঁচ মিনিটে যাওয়া যেতে সেখানে এখন প্রায় ৩০ মিনিট হাঁটা লাগে।

প্রভাকরপুর গ্রামের বাসিন্দা হেলাল মিয়া বলেন, এ সেতুটি আমাদের গ্রামের মূল সড়কের প্রধান সেতু। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোন সুফল পাচ্ছি না।
পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য ছায়াদ মিয়া বলেন. দীর্ঘ ৭ বছর ধরে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ওই এলাকার ১০ গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ওই সেতু দিয়ে উপজেলা সদরসহ ইউনিয়ন পরিষদ, রসুলগঞ্জ বাজার ও স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গেছে। বিদ্যালয়ে যেতে হলে দেড় কিলোমিটার ঘুরে গ্রামের মধ্যদিয়ে ভাঙাচুরা কাঁচা রাস্তায় যাওয়া-আসা করতে হয়। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কে সেতু নির্মাণের জন্য বলা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া জানান, সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, সেতুটি যখন ভেঙে যায় তখন আমি এ উপজেলায় কর্মরত ছিলাম না। নতুন সেতু নির্মাণ তালিকায় ওই সড়কে এ সেতুটির কথা উল্লেখ নেই। আমি সরেজমিন পরিদর্শন করে নতুন সেতু নির্মাণের জন্য উর্ধতন কতৃপক্ষ কে জানিয়েছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com