স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিমরুলের কামড়ে সমেশ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
আজ বুধবার বাদযোহর ওই বৃদ্ধের নামাজে জানাজা পৌরশহরের ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানান, পৌরসভার পূর্বভবানীপুর এলাকার বৃদ্ধ সমেশ মিয়া গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর এক আত্মীয় বাড়ী উপজেলার আলখানাপাড় যাচ্ছিলেন। ওই সময় গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কয়েক ভিমরুল তাঁর ওপর আক্রমন করে। এতে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা নেন। আজ ভোরে তিনি নিজবাড়ীতে মারা যান।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।