স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে জলমহালের লীজ সংক্রান্ত হেয়ারিং (শুনানি)চলাকালে দুপক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় উভয়পক্ষের দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্য়ালয়ে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে , উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গাদিয়ালা ও হামহামি জলমহালের লীজ সংক্রান্ত শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে সহকারি কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের উপস্থিতিতে শুনানিকালে পৌর এলাকার ভবানীপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল বিশ্বাস ও তাঁর পক্ষের ইকড়ছই গ্রামের আজাদ মিয়া ভূঁইয়া পক্ষের লোকজনের সঙ্গে নলুয়া নওয়াগাঁও দারুণ জাহি মৎস্য সমবায় সমিতির সভাপতি ধলু মিয়া ও হবিবপুর গ্রামের আবীবুল বারী আয়হান পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পযার্য়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।পরে উভয়পক্ষের সংঘর্ষে আবীবুল বারী আয়হানের ভাই শামিনুর রহমান ও আজাদ ভূঁইয়া নাতি সাফিকুন নূর আহত হন। দুজনই জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে জানতে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছে।