সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মাংসের দোকানসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মূল্যতালিকা না থাকায় শহরের শিবলু মিয়ার মাংসের দোকান তিন হাজার টাকা,জয়নুদ্দিনের ফলের দোকানে ৩ হাজার টাকা ও সঞ্জয় দাসের মুদি দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার(এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমেক বলেন, মূল্যতালিকা না সাটানোর কারণে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ পন্য বাঘাবাড়ির ঘি, এসিআই লবণ মজুদ রাখার দায়ে আরেক ব্যবসাীয়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং মালামাল জব্দ করেছি আমরা। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
জগন্নাথপুরে মাংসের দোকানসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা, নিষিদ্ধ পণ্য জব্দ
