Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাছ ধরার অবৈধ ৫টি স্থাপনা উচ্ছেদ

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫টি মাছ ধরার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। আটক করা হয়েছে ৪টি অবৈধ জাল। এছাড়াও পোনা মাছ বিক্রির অভিযোগে দুই মৎস্য জীবিকে জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মইয়ার হাওরে ভ্রাম্যমাম্য আদালত পরিচালনা করে অবৈধভাবে স্থাপনা নির্মান করে মাছ ধরার অভিযোগে ৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া হাওর থেকে একটি মশারী জাল ও তিন ভেসালজাল আটক করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জালগুলো পুড়ানো হয়েছে। পরে জগন্নাথপুর সদর বাজারে অভিযান চালিয়ে পোনা মাছ বিক্রির দায়ে সাজ্জাদ মিয়া কে ৫ শত টাকা ও ফারুক মিয়া নামে এক মৎসজীবিকে ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর আবরারসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

Exit mobile version