স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও সুন্নিয়া মাদসারা এডহক কমিটি গঠনে মাদরাসা প্রধানের বিরুদ্ধে অনিয়মের পায়তারার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি মাদরাসার এডহক কমিটি গঠন লক্ষে এলাকাবাসীর উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কমর উদ্দিনকে সভাপতি ও সাঞ্জব আলীকে অভিভাবক সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু এলাকাবাসীর সিদ্ধান্তকে উপেক্ষা করে মাদরাসার সুপারিন্টেনডেন্ট নিজ স্বার্থ রক্ষার্থে স্বৈরাচারের দোসরদের নিয়ে কমিটি গঠনের পায়তারা করছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।
অভিযোগকারীদের মধ্যে চিতুলীয়া গ্রামের সাঞ্জব আলী বলেন, সুপারিন্টেনডেন্ট তার মনগড়া নিয়মে চলছেন। তিনি এলাকাবাসীর সিদ্ধান্তকে অমান্য করছেন। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজমান। বিষয়টি সমাধানে দ্রুত সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় প্রদক্ষেপ কামরা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারী নীতিমালা মেনে কমিটি গঠনের কাজ করছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।