স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রওজাতুল উলুম নারিকেল তলা ও ইছগাঁও মাদ্রাসার দীর্ঘ ৪১ বছরের সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল হান্নানকে (বৈঠাখালী হুজুর) স্হায়ী বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা তারীফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফিজ শাহিনুর রহমান ও মাওলানা তোফায়েল আহমদ কামরানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কাতিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ, জালালপুর মাদরাসার মুহতামিম মাওলানা বাহা উদ্দিন, নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ফ ম ফখরুল ইসলাম, বৈঠাখালী মাদরাসার মুহতামিম মাওলানা ড. মুখলিছুর রহমান।
এসময় প্রাক্তন ছাত্রদের মধ্যে অনুভূতি ব্যক্তকরেন, মুফতি আকমল হুসাইন, মাওলানা ফজল আহমদ, মাওলানা নুরুজ্জামান, হাফিজ মনজুর আহমদ, মাওলানা আব্দুস সত্তার, মাওলানা আব্দুশ শুকুর, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আঙ্গুর আলী, মাওলানা তবারক আলী, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা মুফতি ইমদাদুর রহমান, মাওলানা মুজাহিদ খাঁন, হাফিজ ফজলুর রহমান , মাওলানা ইবরাহীম আহমদ, লুৎফুর রহমান, সাদিক আহমদ, বদরুল ইসলাম, তাফাজ্জুল হক, মাওলানা ইবরাহীম খলীল, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রেজাউল করীম, মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ ইয়াসিন আহমদ প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল হান্নানকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা হাদিয়া ও সম্মাননা স্বারক এবং ক্রেষ্ট প্রদান করা হয়।