Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের বদলী জনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাজের আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, আইডিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল গফুর, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুনাহার,অরুনোদয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নছির আলী,চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হামজা,আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান নূর,কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ,লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ। সভায় বক্তারা বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রশংসা করে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অত্যন্ত বিনয়ী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। দীর্ঘ এক যুগ জগন্নাথপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব অত্যন্ত সফলতার সহিত পালন করেছেন যা জগন্নাথপুরের শিক্ষক সমাজ দীর্ঘদিন মনে রাখবে। শিক্ষক নেতারা বিদায়ী শিক্ষা কর্মকর্তার কর্মজীবনের সফলতা কামনা করেন। সংবর্ধনার জবাবে বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, বলেন, জগন্নাথপুর আমার জন্মমাটি তাই এ উপজেলার শিক্ষার উন্নয়নে কাজ করতে পেরে নিজেরও খুব ভালো লেগেছিল। দায়িত্ব পালনে কেউ দুঃখ পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বন জানান তিনি । পরে অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা সংবধিত শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের হাতে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন।

Exit mobile version