Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মারধরের ঘটনায় গ্রেফতার ২

জগন্নাথপুর থানা পুলিশ মারধরের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
আজ রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বাউধরন এলাকার নোয়াগাঁও নোয়াপাড়া গ্রামের  মৃত ইন্তাজ উল্লার ছেলে জামাল উদ্দিন ও একই এলাকার বাসিন্দা আনর উদ্দিনের ছেলে সুলতান মিয়া।
পুলিশ ও মামলার সুত্রে  জানা  যায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের হাজী জইন উল্লার ছেলে জাহিদুল হকের সঙ্গে  পুকুরের মাছ ধরা নিয়ে জামাল উদ্দিন গংয়ের সঙ্গে বিরোধ চলছিল। যার জের ধরে প্রতিপক্ষের লোকজন জাহিদুল হকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে এক লাখ টাকা, স্বর্নের চেইন ও মোবাইল ফোন লুট করে নেয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় জাহিদুল বাদি হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার গভীর রাতে তাদেরকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই)  লুৎফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগের আলোকে আসামীদের গ্রেফতার করে  সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় গত ৪ সেপ্টেম্বর  জাহিদুল হক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৭।
Exit mobile version